| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ইসলামী সরকার কায়েম না হলে কোরআন অবমাননা বন্ধ হবেনা : খেলাফত আন্দোলন


ইসলামী সরকার কায়েম না হলে কোরআন অবমাননা বন্ধ হবেনা : খেলাফত আন্দোলন


রহমত নিউজ     07 October, 2025     07:37 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশে ইসলামী সরকার কায়েম না হলে কুরআন অবমাননা সহ কোন অপরাধই নির্মূল করা সম্ভব হবে না। ইতিপূর্বে আল্লাহ, রাসুল (সা.) ও  কুরআনসহ ধর্ম অবমাননাকারীদের উপযুক্ত বিচার না হওয়ায় কিছুদিন পর পর নতুন নতুন কুলাঙ্গারদের আবির্ভাব ঘটছে। একটি কুচক্রী মহল কোরআন অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচাবার অপচেষ্টা করা চরম দৃষ্টতা। কারণ কোন মানসিক রোগী আজ পর্যন্ত হিন্দুদের গীতা বা খ্রিস্টানদের বাইবেল সহ অন্য কোন পুস্তককে পদদলিত বা অপমান করতে দেখা যায় না। পবিত্র কুরআন অবমাননা পরিকল্পিতভাবে ইসলাম অবমাননার শামিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) খুলনা জামিয়া ইসলামিয়া মারকাজুল ইসলাম মাদরাসায় অনুষ্ঠিত "ঐক্য প্রতিষ্ঠায় হযরত হাফেজ্জী হুজুর এর পথ ও পদ্ধতি" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মিয়াজী আরও বলেন, ইসলামবিদ্বেষী মহল মুসলমানদের সাথে অমুসলিমদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ডে কারা ইন্ধন যোগাচ্ছে তাদের খুঁজে বের করে শাস্তি প্রদান না করলে এগুলো বন্ধ হবে না। গত দুর্গাপূজায় হিন্দুদের মূর্তি অসুরের মুখে দাড়ি লাগিয়ে ইসলাম অবমাননার দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে  সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার অঙ্গীকার পূরণের আহ্বান জানান। মাওলানা মিয়াজী বলেন, সকল অপরাধের সুবিচার ও ইনসাফ কায়েম এবং দেশে  কোরআন সুন্নাহর শাসন তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরো বলেন, এদেশের অসংখ্য আলেমদের মুরুব্বী যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহঃ ১৯৮১ সালে এদেশের ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদদের ঐক্যবদ্ধ করে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বর্তমান সময়েও  হযরত হাফেজ্জী হুজুর রহঃ এর পথ পদ্ধতির অনুসরণ করে উপদ্র প্রচেষ্টা অব্যাহত রাখলে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আগামী নির্বাচনে ব্যালট যুদ্ধের মাধ্যমে ইসলামের পক্ষে অবস্থান নেয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

জামিয়া ইসলামিয়া মারকাজুল ইসলাম মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, দলের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন ও মুফতী মাসিহুর রহমান প্রমুখ।